Search
Close this search box.

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: প্রেস সচিব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময় বাংলাদেশের পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দনও জানান তিনি।বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।

এই সম্পর্ক ট্রাম্পের আমলে আরও গভীর হবে বলে প্রত্যাশা তার।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলের সঙ্গেই ড. ইউনূসের ভাল সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া টুইটের ব্যাপারে জিজ্ঞেস করলে শফিকুল আলম বলেন, তাকে সম্ভাবত ভুল বোঝানো হয়েছে। এতদিন তিনি রাজনৈতিক দলের নেতা ছিলেন। এখন প্রেসিডেন্ট হবেন।

এখন নিশ্চয়ই প্রকৃত চিত্র জানতে পারবেন।শফিকুল আলম আরও বলেন, সংখ্যালঘুরা যাতে অনিরাপত্তায় না ভোগে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সে বিষয়ে আমরা সার্বক্ষণিক তাদের পাশে রয়েছি।

এসময় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গোপনে পাসপোর্ট তৈরী এবং এতে জড়িতদের বিষয়ে সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।