Search
Close this search box.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে  ফেনসিডিল,গাঁজা উদ্ধার সহ গ্রেফতার ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাকিব আলী কুষ্টিয়া প্রতিনিধি।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে দৌলতপুরের প্রাগপুর ইউনিয়ন মহিষকুন্ডি এলাকায়  অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য  ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারি কে  গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার বেলা ২ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পূর্ব মহিষকুন্ডি গ্রামে এরশাদ আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে  কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়ি হতে মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এরশাদ আলী বর্তমান পলাতক রয়েছেন 

অন্যদিকে  একই দিনে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসতঘরের একটি কক্ষে সুকৌশলে রাখা টিনের বাক্সের ভিতরে  দেড় কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস.আই মো.রাসেল কবীর বলেন, সোমবার (১১ নভেম্বর ২০২৪) তারিখ বেলা ২ টার দিকে পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে  সিপাহী মো. জাহিদুল ইসলাম, মামুন রহমান ও বিলাস কুমার কুন্ডু সহ বাংলাদেশ সেনাবাহিনীর দৌলতপুরে একটি টহল দলের সার্বিক সহযোগিতায় পূর্ব মহিষকুন্ডি গ্রামে এরশাদ আলীর বাড়ি হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়িতে মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। 

এবং মুন্সিগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসতঘরের একটি কক্ষে রাখা টিনের বাক্সের ভিতরে  দেড় কেজি গাঁজা উদ্ধার করে রতন আলীকে গ্রেফতার করা হয় ।

এরই মধ্যে মাদক কারবারি তসলিমা ও রতন আলী কে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে  দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।