Search
Close this search box.

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবিতে সামাজিকমাধ্যমে সয়লাব। দুইদিন ধরে ছড়িয়ে পড়া ছবিগুলোতে আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা গেছে। তবে তা নিশ্চিত করতে পারছিলেন না কেউই।

দুই পরিবার থেকেও এ নিয়ে কথা বলতে শোনা যায়নি। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি ‍নিজেই।

তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানালেন, অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে- গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।

আফ্রিদির ভাষ্য, আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।

আফ্রিদি বলেন, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।