Search
Close this search box.

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঢাকা জেলা প্রতিনিধি:- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান। অন্যায়ভাবে হামলা-মামলা দেয়া পুলিশের কাজ নয়। এসব যারা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

এ সময় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ কর্মকাণ্ডের জন্য আবারও ক্ষমা চান তিনি।তিনি আরও বলেন, নতুন বছর উৎযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তা ঘাটতি নেই। ঢাকাবাসীকে সেবা প্রদানে পুলিশের পক্ষ থেকে যাতে কোনো কার্পণ্য না করা হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি।

এরপর ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের পুরস্কার তুলে দেন তিনি।