Search
Close this search box.

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নারী আটক, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ের সদর উপজেলায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নারীকে (৪২) আটক করেছে বিজিবি।

পরে বিএসএফের সঙ্গে এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে ফেরত পাঠানো হয়।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৭৬০ এর ১২ নম্বর সাব পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চাকলাহাট ইউনিয়নের জাহেরপাড়া এলাকা থেকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের জয়ধরভাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা।জিজ্ঞাসাবাদে ওই ভারতীয় নারী হিন্দিতে কথা বলছিলেন। নিজের নাম কখনও শান্তি আবার কখনও বাসন্তী বলে জানান তিনি। ঠিকানা দিল্লী ও শ্বশুরবাড়ি বাংলাদেশের বগুড়া জেলায় বলে জানান তিনি। তবে, তার আচার-আচরণ মানসিক ভারসাম্যহীনের মতো বলে জানিয়েছে বিজিবি।জানা গেছে, বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে ওই নারীকে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি জানতে পেরে তাকে আটক করে বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের শ্যাম ক্যাম্পের কমান্ডারকে জানায় বিজিবি।পরে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ ওই নারী ভারতীয় মর্মে নিশ্চিত হয়ে ফেরত নিতে চায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের কাছে ওই ভারতীয় নারীকে হস্তান্তর করে বিজিবির জয়ধরভাঙ্গা ক্যাম্পের সদস্যরা। ভারতীয় নাগরিককে ফেরত দেয়ায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানায় বিএসএফ।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যেকোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।