Search
Close this search box.

মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।


এ ধরণের অস্ত্র কি পরিমাণ আছে ও কি অবস্থায় আছে সে বিষয়ে ছয় মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) বিচারপতি মজিবর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র বিক্রি করার উদ্যোগ কেনো বে-আইনি হবে না তা জানতে ও রুল জারি করা হয়েছে।

এসব অস্ত্র সংরক্ষণে কি ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে এজাবত তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

প্রতিরক্ষা সচিব, অর্থ সচিব ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।