Search
Close this search box.

রাজের ‘সহযাত্রী’ জোভান-নিহা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোঃ আব্দুল লতিফ ঢাকা:- দেশের প্রতিভাবান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে বিশেষ ফিল্ম ‘সহযাত্রী’।

  1. এই ফিল্মে জুটি বেধে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা।এটি তাদের নতুন ইউটিউব ফিল্ম।

“সহযাত্রী’ ফিল্মের কাহিনী জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ফিল্মে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন জোভান ও নিহা। তাদের দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই এর গল্প আবর্তিত।

জোভান ও নিহার পাশাপাশি এই ফিল্মে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা।

ইউটিউব ফিল্মের গল্প এখনই জানাতে চান না তিনি। এ প্রসঙ্গে রাজ বলেন, স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।

রাজ জানান ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ‘সহযাত্রী’র শুটিং হয়েছে। চিত্রগ্রহণে রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাস করবেন রাশেদ রাব্বি। ‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘আঘাত’। গান টি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান।, সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘সহযাত্রী’।