Search
Close this search box.

ফ্লোটিলার অধিকারকর্মীদের জেলে পাঠানো উচিত: বেন-গভির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক ( অনলাইন):- ইসরায়েল অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীর বলেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের দেশ ত্যাগের মাধ্যমে বিতাড়িত করা ভুল বরং তাদের কয়েক মাস জেলে রাখা উচিত।

বেন-গভীর এক্সে পোস্টে লিখেছেন, ‘আমার মনে হয় তাদের কয়েক মাসের জন্য ইসরায়েলের জেল রাখা উচিত, যাতে তারা ‘সন্ত্রাসীদের’ সাথে অভ্যস্ত হয়।

এর আগে, বেন-গভীর একটি ভিডিওতে ফ্লোটিলা আন্দোলনকারীদের তিরস্কার করতে দেখা যায়। ভিডিওতে তারা ইসরায়েলের আশদোড বন্দরে মাটিতে বসে আছে, আর বেন-গভীর তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করছেন।

উল্লেখ্য, গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ও আটকে দিয়েছে ইসরায়েল। আটকের আগমুহূর্তে নৌযানটি গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ছিলো।

সূত্র: আল জাজিরা।