Search
Close this search box.

নোবেল জয়ে ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মাচাদোর সাহসী নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বিশেষভাবে প্রশংসা করেছেন ড. ইউনূস। বার্তায় উল্লেখ করা হয়, ‘মাচাদো কঠোর দমন সত্ত্বেও দেশ ও জনগণের জন্য একটি মুক্ত ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য অবিচল প্রতিজ্ঞার সঙ্গে লড়াই করেছেন।পোস্টে আরও বলা হয়, নোবেল কমিটি সত্যিকার অর্থেই বলেছে, ‘গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব না থেকে বিপদের মুখেও এগিয়ে আসে এবং যারা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কখনোই ‘টেকেন ফর গ্রান্টেড’ নয় বরং তা সর্বদা রক্ষা করতে হয় শব্দ, সাহস এবং দৃঢ়তার সঙ্গে।