Search
Close this search box.

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজেস্ব প্রতিবেদন:- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা (২৬) নামের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা মেহেরপুর শহরের পুরাতন পোস্টঅফিস পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাকের সামনের দিকে মোটরসাইকেলটি চলে আসে। ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।