কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
এর আগে, গত সোমবার (১৩ অক্টোবর) অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছিলেন বিশেষ সহকারী।
তিনি লেখেন– দেশের সব পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর ও সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।
স্থানীয় ও আঞ্চলিক সব মিডিয়া প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইট, পত্রিকা ও নিউজ পোর্টাল, মোবাইল অ্যাপে ডিফল্ট অ্যাডসেন্স চালানোর পরিবর্তে কাস্টমাইজড করতে হবে যাবে; যাতে জুয়া, পর্ণ, গ্যাম্বলিং বা এ সংক্রান্ত গেমিং বিজ্ঞাপন বা পপ-আপ না আসে।





