বাংলা একাডেমির কার্যনির্বাহী বৈঠকে “বই মেলা” ভার্চুয়ালি করার সিদ্ধান্ত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার দাস স্টাফ রিপোর্টার:- এ’বছর ভার্চুয়ালি হবে করোনার কারণে একুশে বইমেলা। শুক্রবার একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বই মেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ টুডে কে তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ

ড. জালাল আহমেদ বলেন,’আপাতত বই মেলা বন্ধ থাকবে তবে করোনা পরিস্থিতি উন্নতি হলে, পরে মেলা হবে আর ১লা ফেব্রুয়ারী থেকে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত ভার্চুয়াল বই মেলা হবে।

ভার্চুয়ালি বইমেলা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বসিয়ে যেকোনো মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ হতে পারে বলে জানা গেছে।

১৯৭২ সালে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে স্বাধীন দেশে মুক্তধারার কর্ণধার চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলার যাত্রা শুরু হয়েছিল। পরে যুক্ত হন অন্য প্রকাশকরাও।

১৯৭৮ সালে বাংলা একাডেমি এতে যুক্ত হয়। ১৯৮৪ সালে সাড়ম্বরে শুরু হয় আজকের “অমর একুশে বইমেলা।

প্রতি বছর ১ ফেব্রুয়ারিতে শুরু হয়ে মাস জুড়ে চলে এ মেলা। গত বছরের মেলায় প্রায় পাঁচ নতুন বই প্রকাশ হয়। স্টল ছিল ৮৭৩টি।