Search
Close this search box.

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র রিপোর্টার :- উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন যা স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার বাকী আসামিরা হলেন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায়, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।