Search
Close this search box.

মৌলভীবাজারে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো মৌসুমে সেচ কাজের সুবিধায় মনু নদীতে স্লুইস গেইট বন্ধ!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আনিচ জেলা প্রতিনিধি:- কৃষি আবাদে বোর সেচ সুবিধায় মনু নদীতে স্লুইসগেট বন্ধ মৌলভীবাজারে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো মৌসুমে সেচ কাজের সুবিধায় মনু নদীতে স্লুইস গেইট বন্ধ করা হয়েছে।

এতে বছর বোরো মৌসুমে দুই উপজেলার প্রায় ৮ ইউনিয়নের বোরো চাষিরা উপকৃত হবেন।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন মনু ব্যারেজ এর গেইট বন্ধ করা হয়েছে।

এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।

এছাড়া স্থানীয় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, আসন্ন বোরো মৌসুমে যাতে কৃষকরা পানির সংকটে না পড়েন সেজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মনু নদীর স্লুইস গেইট বন্ধ করা হলো।

এর ফলে গেইটের উজানের দিকে ক্যানেলের মাধ্যমে আটটি ইউনিয়নে বোরো জমিতে সেচ দিতে পারবেন চাষিরা। এছাড়া বোরো চাষের আওতা এবং ফসল উৎপাদন বাড়বে।