Search
Close this search box.

ভালো বসত ঘরে নতুন বিছানায় শেষ বয়সে ঘুমিয়ে যাওয়ার স্বপ্ন বুনেন হামেজান!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কবি জসীম উদ্দিনের “”আসমানী”‘ কবিতার কথা হয়তো অনেকেই জানেন।

“সেই কবিতাটিতে একটি চরন ছিল ” একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি’ সেই চরনটির বাস্তবতা যেনো এই ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে।

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের পল্লী গ্রামের বাসিন্দা হামেজান বেগম ( ৮৫) স্বামী মারা গেছেন অনেক বছর আগে।দিন মজুর ছেলের সংসার যেনো নুন আনতে পান্তা ফুরায়।

কস্ট আর দুঃখ ছাড়া জীবনে তেমন কিছুই নেই তার সঙ্গী। ভাঙ্গা চোড়া ছাপরির মধ্যে বসবাস তার। দারিদ্র্যতার সাথে লড়াই করে দিন থেকে রাত যায় তার নিত্যসময়। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি।

শেষ বয়সে একটি ভালো বিছানা ভালো ঘরে বসবাসের স্বপ্ন বুনেন আপন মনে। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় তাও জানেন তিনি। তবে আশার হাল‌ ছাড়েননি তিনি। সমাজের বিত্তবানরা তো অনেকের অনেক কিছু দিয়ে থাকেন।

তার স্বপ্ন পূরণে এমনটি হয়তো কেউ এগিয়ে আসবেন এমন আশার প্রদীপ জ্বালিয়ে অপেক্ষার প্রহর গুনেন প্রতি মুহূর্ত তিনি। আসুন হামেজানের স্বপ্ন পূরণে এগিয়ে আছি !