Search
Close this search box.

সাবেক মেয়র সাঈদ খোকনের করা অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন শেখ ফজলে নূর তাপস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের করা অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১০ জানুয়ারি) সকালে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেউ ঘুষ গ্রহণ করলে, কমিশন নিলে, সরকারি অর্থ আত্মসাৎ করলে তা দুর্নীতি।

যদি কেউ উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, কোনো কাজ পাইয়ে দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, ঋণ দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে।

সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো কিছু জিম্মি করে অথবা কোনো কিছু দেয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে সেই ক্ষেত্রে দুর্নীতি হয়।

এছাড়া যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তনিষ্ঠ বক্তব্য না। কেউ ব্যক্তিগত আক্রোশে কোনো মন্তব্য করলে, দায়িত্বশীল পদে থেকে তার ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না বলেও মনে করেন তিনি। তিনি বলেন, এটি তার ব্যক্তিগত অভিমত। এটি কোনো গুরুত্ব বহন করে না।

আর সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন দিতে না পারাটা নিছকই একটি ভ্রান্ত কথা। এটার বাস্তবিক কোনো ভিত্তি নেই।