Search
Close this search box.

রাঙ্গামাটিতে চলতি মৌসুমে কমলার ভালো ফলন হয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি:- জেলা রাঙ্গামাটিতে চলতি মৌসুমে কমলার ভালো ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে সারাদেশে।

ভালো দামও পাচ্ছেন বাগান মালিকরা। এদিকে, বান্দরবানেও কমলা ও মাল্টার ফলন হয়েছে ভালো।

তবে, সংরক্ষণের অভাবে অনেক সময় কম দামে এসব ফল বিক্রি করে দিতে হয়। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন বাগান মালিকরা।

অনুকূল আবহাওয়া ও মাটির উর্বরতার কারণে পার্বত্য জেলাগুলো লেবু জাতীয় ফল চাষের খুবই উপযোগী।

এরই ধারাবাহিকতায় এক যুগ আগে পরীক্ষামূলকভাবে এ অঞ্চলে কমলা ও মালটার চাষ শুরুহয়।

কম পরিশ্রমে উৎপাদন ভালো হওয়ায় এসব ফল চাষে আগ্রহ তৈরি হয় চাষিদের। রাঙামাটিতে অনেকে বাগানেই এভাবে শোভা পাচ্ছে কমলা।

রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, জুড়াছড়ি ও বিলাইছড়ির দূর্গম পাহাড়ি এলাকায় এখন ব্যাপকহারে কমলার চাষ হয়। মান ভালো হওয়ায় দামও তুলনামূলক বেশি।

আর চাহিদা বেশী থাকায় দিন দিন রাঙামাটিতে কমলার চাষ বাড়ছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানালেন, রাঙামাটিতে উৎপাদিত কমলার চাহিদা বেশী থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে।

এদিকে, পার্বত্য জেলা বন্দরবানের সদর, রুমা, থানছি, রোয়াংছড়িতে গড়ে উঠেছে অসংখ্য কমলার ও মালটার বাগান।

তবে উৎপাদন ভালো হলেও ফল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রায়ই বিপাকে পড়তে হয় বান্দরবনের খামারিদের।

হিমাগার না থাকায় নষ্ট হওয়ার আশঙ্কায় অল্প দামেই ফল বিক্রি করতে বাধ্য হন তারা। সদর উপজেলা কৃষি কর্মকর্তারা জানালেন, কমলালেবু চাষের পরিধি আরো বাড়াতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, এবছর বান্দরবানে দুই হাজার ৪১ হেক্টর বাগানে কমলার চাষ হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ১৪ মেট্রিকটন।