Search
Close this search box.

গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রাশিয়ায় ফিরছেন দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রাশিয়ায় ফিরছেন দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। এএফপি জানায়। বিষ প্রয়োগে অসুস্থ হওয়ার পর নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে গিয়েছিলেন।

সেখানে থেকে চিকিৎসা নিয়ে ধীর ধীরে সেরে ওঠেন তিনি।

কয়েক মাস জার্মানিতে থাকার পর আজ রবিবার নিজ দেশ রাশিয়ায় ফিরছেন নাভালনি।

জার্মানি থেকে রাশিয়ায় ফেরামাত্র গ্রেপ্তার হতে পারেন ক্রেমলিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি।

রাশিয়ার কারা বিভাগ বলেছে, জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের জন্য মস্কোতে ফেরামাত্র নাভালনিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে।

নাভালনি রাশিয়ায় ফৌজদারি অপরাধের মামলারও মুখোমুখি হতে পারেন।

নাভালনি ও তার সহযোগীরা রুশ কর্তৃপক্ষের এসব পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করছেন।

এমনকি তাদের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল।

গত ২০২০ সালে আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কোয় যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন নাভালনি।

প্রথমে তাকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানি যান। তিনি কোমায় চলে গিয়েছিলেন।

পশ্চিমা বিশেষজ্ঞদের ভাষ্য, নাভালনিকে সোভিয়েত আমলে তৈরি নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করা হয়েছিল।

এদিকে, নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন