Search
Close this search box.

কুষ্টিয়া কালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কালু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা চাঁপড়া ইউনিয়ানের বাধবাজার এলাকায় পূর্ব দিকের কালী নদী থেকে অবৈধ ভাবে বালি উতলোন করছে উক্ত এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কালূ আলাল ও তাদের সশস্ত্র বাহিনী।

২/৩টা মামলার আসামী আশরাফুল ইসলাম কালু ও তার ঘনিষ্ঠ সহচর আলালকে সাথে নিয়ে হ্মমতার দাপট দেখিয়ে নদীর মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে বেশ কয়েকদিন ধরে দিন-রাত বালি উত্তোলন করে চলেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উক্ত এলাকার আশপাশের ব্যক্তিদের পুকুর ভরাট করছে কন্টাক্টের মাধ্যমে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন ব্যক্তি প্রতিবেদককে বলেন একটি পুকুর ভরাট করতে ৪/৫ লক্ষ টাকা নিচ্ছে এই সন্ত্রাসী কালু।

তাদের এই অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নদীটি ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে, কারণ কালী নদীতে কোন নাব্যতা নেই, নদীটি একদিকে মরা নদীতে পরিণত হয়েছে অন্যদিকে নদীর দুপ্রান্তে বাদ দিয়ে আটকানো।

বৃষ্টির পানি ও আশপাশের গ্রামের ক্ষেতের পানি উক্ত নদীতে পড়ে ভরাট হয়ে থাকে।কালু শুধু বালু খেকোই নয়, সে উক্ত এলাকার বড় মাপের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত।

তিনি দীর্ঘদিন ধরে কালী নদীর বিভিন্ন স্থানে মেশিন বসিয়ে কন্টাক্ট এর মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

সে এতই ক্ষমতাধর যে, ভয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ কোন ধরনের প্রতিবাদ করতে সাহস পায় না।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আশরাফুল ইসলাম কালু ও আলালের সাথে কথা হলে তারা বলেন, আমরা কি জনগণের বাপের জায়গা থেকে বালু উত্তোলন করে বিক্রয় করছি। এর জন্য এত মাথাব্যথা কেন আপনাদের ?

সেই সাথে প্রতিবেদককে আরো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমরা এর সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।