Search
Close this search box.

অরুণাচল প্রদেশে বিতর্কিত সীমানায় বড় পরিসরে গ্রাম তৈরি ব্যস্ত চীন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস মহাভারত প্রতিনিধি:- ভারতের অরুণাচল প্রদেশে বিতর্কিত সীমানায় বড় পরিসরে গ্রাম তৈরির চীনের বিরুদ্ধে।

স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, সীমান্ত ঘেঁষে সুজ্জতি গ্রাম তৈরি করা হয়েছে। অথচ ২০১৯ সালেও সেখানে কোনও বসতী ছিল না।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সীমান্ত রেখার নিয়ম ভেঙে ভারতীয় এলাকায় ঢুকে গ্রাম তৈরি করেছে চীনা সেনারা।

এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনাবাহিনী।

স্যাটেলাইটের ছবিগুলো এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেওছবিতে দেখা যায়, ২০১৯-এর ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে কোনও জনবসতি ছিল না।

একই জায়গায় ২০২০ সালের ১ নভেম্বরের ছবিতে পুরো একটি গ্রাম দেখা যাচ্ছে।

ভারতের দাবি, ওই এলাকার অবস্থান এলএসি-র অন্তত সাড়ে ৪ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত কয়েক বছরে চীন নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিকাঠামো তৈরি করে চলছে।

সম্প্রতি মানচিত্রে কিছু প্রমাণ পাওয়া গেছে।