Search
Close this search box.

জালের জালে উঠে এল বিশাল আকৃতির ট্যাঙরা মাছ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পলাশ :- ভারত ও বাংলাদেশের লাগোয়া গভীর সুন্দর বন এর মধ্যে বয়ে যাওয়া বিদ্যাধরী, নদীতে ধীবরদের জালে উঠে এল বিশাল আকৃতির ট্যাঙরা মাছ। যার বাজার মূল্য প্রায় বত্রিশ হাজার টাকা। এদিন মাছ ধরার নৌকা নিয়ে বিদ্যাধরী, নদীতে মাছ ধরতে গিয়েছিল সুন্দর বন এলাকার বাসিন্দা রমেন সরদার। হঠাৎ তার জালে টান টান অনুভব করতে তাড়াতাড়ি সম্ভব জাল গুটিয়ে আনে পাড়ে।তখন দেখা যায় একটি বিশাল বত্রিশ কেজি ওজনের ট্যাঙরা মাছ তার জালে আটকা পড়েছে। সঙ্গে সঙ্গে স্হানীয় গোসবা বাজারে নিয়ে যায় এবং মাছটি র দাম উঠেছে বত্রিশ হাজার টাকা। যা খুশি র হাওয়া বইছে রমেন সরদার এর বাড়িতে। এর আগে এত বড় ট্যঙরা মাছ জালে ধরা পড়েনি। তবে সবাই মনে করছেন গভীর সাগর থেকে নদীর মোহনায় এসে মার খেয়েছে এই বিশাল আকারের মাছ টি। মাছটি দেখতে রিতিমত ভীড় জমায় এলাকাবাসী।ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।