Search
Close this search box.

রমজান মাসের শেষ দশদিন মসজিদে নববী (সা.) ২৪ ঘণ্টা খোলা থাকবে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আনসার আলী সৌদি আরব প্রতিনিধি:- আরবের মদিনায় পবিত্র রমজান মাসের শেষ দশদিন মসজিদে নববী (সা.) ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে ঘোষণা করা হয়েছে।


মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি মাহে রমজান ১৪৪২ উপলক্ষ্যে এ পরিকল্পনা ঘোষণা করেছে। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, রমজানের সময় তারাবির নামাযের আধা ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘণ্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমযানের শেষ দশদিন ২৪ ঘণ্টাই মসজিদ খোলা থাকবে।

কমিটি জানায়, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্টেন্স) বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। রিয়াজুল জান্নাহ, ইমাম সাহেবগণ, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের নির্ধারিত থাকবে।

মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদেও নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।