Search
Close this search box.

কুষ্টিয়ায় সবজি ক্রয় নিয়ে কারারক্ষীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আহত-৩ ॥ আটক-২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় সবজি ক্রয় নিয়ে কারারক্ষীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল সন্ধ্যায় এ ঘটনায় সহকারী প্রধান কারারক্ষী মামুন সহ ৩ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ সবজি বিক্রেতা ইয়াকুব (৫৫) ও জয়নাল (৩৫) কে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সহকারী প্রধান কারারক্ষী মামুন জেলখানা মোড়ের সবজি বিক্রেতা ইয়াকুবের কাছ থেকে সবজি ক্রয় করে। বাসায় গিয়ে সে দেখে সবজিগুলো নষ্ট। তাই পরের দিন (গতকাল ১৯ মার্চ) সবজি বিক্রেতার কাছে সবজিগুলো ফেরত দিতে যায়।

এ বিষয় নিয়ে সবজি বিক্রেতা ও সহকারী প্রধান কারারক্ষী মামুনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সবজি বিক্রেতার ছেলে রনি সহ কয়েকজন স্থানীয় যুবক এসে সহকারী প্রধান কারারক্ষী মামুনের উপর হামলা চালায়। মামুনকে বাঁচাতে অন্যান্য কারারক্ষীরা এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে কারারক্ষী মামুন, সবজি বিক্রেতা ইয়াকুব ও স্থানীয় যুবক জয়নাল আহত হয়। আহত সহকারী কারারক্ষী মামুন ও স্থানীয় যুবক জয়নাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানায়, সংঘর্ষের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। কারা কর্তৃপক্ষ মামলা দিলে নিয়মিত মামলা হবে।


এদিকে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা কারাগার কর্তৃপক্ষ।