Search
Close this search box.

৬ দিন পর সচল হলো সুয়েজ খাল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- আটকে পড়া জাহাজ সরিয়ে নেয়া হয়েছে; ৬ দিন পর সচল হলো সুয়েজ খাল।
টানা কয়েকদিনের চেষ্টায় টাগবোট ও ড্রেজার ব্যবহার করে জাহাজটিকে সরানো হয়। রবিবার জাহাজের ওজন কমাতে খালের কর্তৃপক্ষ জাহাজটি থেকে কয়েকটি কনটেইনার নামানোর প্রস্তুতি শুরু করে।

গত মঙ্গলবার প্রবল বাতাস ও ধূলিঝড়ের কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথে জাহাজটি আটকে যায়। এতে জলপথে দুই পাশে অন্তত তিনশ ৬৯টি জাহাজের জট তৈরি হয়। কয়েকটি জাহাজ বিকল্প পথে আফ্রিকা হয়ে চলাচল করতে বাধ্য হয়।

চারশ মিটার লম্বা ও দুই লাখ টনের জাহাজে একসঙ্গে ২০ হাজার কনটেইনার পরিবহণ করা যায়। ১৮ হাজার ৩০০ কনটেইনার বোঝাই অবস্থায় জাহাজটি সুয়েজ খালের তলানির সঙ্গে আটকে যায়।

প্রতিদিন সুয়েজ খাল দিয়ে মোট বিশ্ববাণিজ্যের প্রায় ১২ শতাংশ পর্যন্ত পণ্য পরিবহণ হয়ে থাকে।