খাদ্যের দাম বৃদ্ধি, পানি দূষণ এবং মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সংকটে চাঁদপুরের খাঁচায় মাছ চাষ শিল্প।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাকির চাঁদ পুর জেলা প্রতিনিধি// খাদ্যার দাম বৃদ্ধি, পানি দূষণ এবং মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সংকটে চাঁদপুরের খাঁচায় মাছ চাষ শিল্প। খাঁচায় মাছ চাষ পদ্ধতি টিকিয়ে রাখতে ঋণের দাবি চাষিদের।২০০২ সালে দেশে প্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে শুরু হয় খাঁচায় মাছ চাষ। সহজ ও লাভজনক হওয়ায় অল্প দিনেই জনপ্রিয়তা পায় এই পদ্ধতি। তবে গত কয়েক বছরে মাছের খাদ্যের মূল্য বৃদ্ধি, কাঙ্খিত দাম না পেয়ে মাছ চাষ বন্ধ করে দিচ্ছেন চাষিরা। কমে আসছে এই পদ্ধতির জনপ্রিয়তাএই শিল্প টিকিয়ে রাখতে চান সুদমুক্ত ঋণ চান চাষিরা। খাঁচায় মাছ চাষ করা এক মৎস্য চাষি বলেন, ‘অনেকেই লোকসান দিতে দিতে নদী থেকে উঠে গেছেন। সরকার যদি আমাকে স্বল্প সুদে ঋণ দিতো তাহলে আমার ব্যবসা ভালো চলতোমাছের খাদ্যের দাম নিয়ন্ত্রণসহ অন্য বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুল বাকী। তিনি বলেন, ‘আমাদের অবজার্ভেশনে আছে যাতে করে আমাদের এই শিল্প বিলুপ্ত না হয়ে যায়। এর জন্য আমরা বৃহত্তর কুমিল্লা প্রকল্পের আওতায় মার্জিনাল খাঁচায় মাছ চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে, তাদের সহায়তা দেয়া হচ্ছে।চাঁদপুরে বর্তমানে ১ হাজার ৮০৯টি খাঁচায় মাছ চাষ হচ্ছে।