কুষ্টিয়া বাগান উজাড় করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// কুষ্টিয়া বাগান উজাড় করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশবাদীরা।আজ রবিবার (১৮ জুলাই) সকালে সড়ক ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গণপূর্তের গাছ কেটে সড়ক ভবন নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে বেশ কিছু গাছও কাটা হয়েছে। তারা অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানান। একই সঙ্গে শহরের চৌড়হাস মোড়ে সড়ক ও জনপথের যে ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে ভবন নির্মাণের দাবি জানানো হয়।জানা যায়, কুষ্টিয়ায় গণপূর্তের গাছ উজাড় করে সড়ক ভবন নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ। শহরের সাদ্দাম বাজার মোড়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গণপূর্তের অফিস। একই অফিসের মধ্যে সড়ক ও জনপথের কার্যালয়ের সামনে বিশাল একটি ফলজ ও বনজ বাগান রয়েছে। গণপূর্তের দাবি অনুযায়ী ভবন ও বাগানটি তাদের জায়গায়। কিন্তু ভুল করে সড়ক ভবনের নামে রেকর্ড হওয়ায় তারা বাগান কেটে গায়ের জোরে ভবন নির্মাণের চেষ্টা করছে।