মুশফিকের বিষয়ে না বলেও অনেক কিছুর ইঙ্গিত দিলেন রিয়াদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// মুশফিক টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ নাকি বিশ্রামে? প্রশ্নের উত্তরে মুখে তালা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

রিয়াদ বলেছেন মুশফিক প্রসঙ্গে বলতে গেলে অনেক ভেতরের কথাই বলতে হয় যা এখন বলার সময় নয়। তাতেই পরিষ্কার মুশফিককে বাদ দেবার আগে মতামত নেয়া হয়নি অধিনায়কের।পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষণার দিন নির্বাচকরা জানিয়েছেন টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে। একদিন পর মুশি নিজেই জানান বিশ্রাম নয় বাদই দেয়া হয়েছে তাকে। এরপরই বেড়েছে আলোচনা, সমালোচনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছেও এলো ঐ একই প্রশ্ন। সেখানে উত্তর এড়িয়ে যেতে চাইলেন ক্যাপ্টেন। মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, এই প্রশ্ন আমাকে না করে টিম ম্যানেজমেন্টের কাউকে করলে ভালো হবে। আমি কোনো মন্তব্য করতে চাই না।

শুধু এটুকু বলতে চাইছি, মুশফিককে আমরা অবশ্যই মিস করতে যাচ্ছি। কিন্তু অধিনায়কতো টিম ম্যানেজমেন্টেরই অংশ। সেক্ষেত্রে দল ঘোষণার আগে সিনিয়র একজন ক্রিকেটারকে বিশ্রাম বা বাদ দেবার আগে কি নেয়া হয়নি রিয়াদের মতামত?রিয়াদ বলেন, এই মুহূর্তে আমার মনে হয়, সিরিজের আগে এই ধরনের প্রশ্নে মন্তব্য না করাই ভালো। আমার অবস্থান নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে অনেক কথাই বলা হবে এবং এটা অনেক ভেতরের কথা। আমার মনে হয় না, এসব আমার বলা উচিত। অ্যাপ্লিকেবল না এই মুহূর্তে। আমার কাছে মনে হয়, মুশফিক সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে টিম ম্যানেজমেন্ট।তবুও রিয়াদের মন্তব্য জানতে চাইলেন আবারো সংবাদিকরা। তাতেই অধিনায়ক জানিয়ে দিলেন ভেতরের কিছু কথা না বলাই ভালো। রিয়াদ সরাসরি বলেননি কিছু। তবে না বলেও এই এক বাক্যে বলে দিলেন যেন অনেক কিছু—শুধু দলের পারফরন্সে নয়, বিষ ফোড়া আরো গভীরে।