Search
Close this search box.

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদের ‘অহিংস’ ভাষা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বনি আল মামুন রাজশাহী জেলা প্রতিনিধি:- সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ক্ষুব্ধ স্লোগান কিংবা অনশনে অসুস্থতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে এতসব উত্তেজনা-আতঙ্কের মাঝেও সৃজনশীলতায় রাঙা তাদের প্রতিবাদের ‘অহিংস’ ভাষা।

কেউ গানে, কেউ বা কবিতায় জানান দিচ্ছে তীব্র ক্ষোভের কথা।পুলিশের হামলার পরপরই যখন ক্লাস পরীক্ষা বন্ধ করে হলত্যাগের ঘোষণা আসে, শিক্ষার্থীদের বিক্ষোভ তখন রূপ নেয় উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে।

তারুণ্যের এই আন্দোলনের ভাষা ভিন্নমাত্রা পেয়েছে সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশে।

প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের প্রতিবাদ শিক্ষার্থীরা প্রকাশ করছেন সুরে সুরে।কখনো আবার দ্রোহের কবিতা কণ্ঠে তুলেছেন বিক্ষুব্ধরা।ক্যাম্পাসের কয়েকটি স্থানে ব্যাঙ্গচিত্র এঁকেও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।