Search
Close this search box.

নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ//করোনা ভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

রবিবার (২৩শে জানুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিজেই সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও ফের দ্রুতগতিতে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ডের সরকার। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জেসিন্ডা আরডার্ন।রবিবার তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে জেসিন্ডা বলেন, ‘কোভিড পরিস্থিতিতে যারা খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাদের প্রতি সমব্যথী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।’নতুন বিধি অনুযায়ী নিউজিল্যান্ডে এই ধরনের অনুষ্ঠান করা যাবে ১০০ জন আমন্ত্রিতকে নিয়ে।

এবং অনুষ্ঠানের প্রত্যেকেরই দু’টি করে টিকা নেওয়া বাধ্যতামূলক।একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে এক পরিবারের নয়জন ওমিক্রনে সংক্রমিত হন। ওই পরিবার যে উড়োজাহাজে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এরপর স্থানীয় সময় গতকাল শনিবার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়। জনসমাগম নিয়ন্ত্রণ এবং বাজার ও গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের আর পাঁচটা মানুষের থেকে আলাদা নই।

কোভিডের কারণে মানুষ অসুস্থ হচ্ছেন, তারা বাধ্য হচ্ছেন নিজের প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে। এই বিষয়টি আমার কাছে কম বেদনাদায়ক নয়।’সম্প্রতি আরডার্ন তার দীর্ঘ দিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন। কিন্তু কবে বিয়ে করবেন তা জানাননি। মনে করা হচ্ছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ে করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সেই বিয়ে আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন।