Search
Close this search box.

কৃষককে পিটিয়ে হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নামে মামলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোতাহার হোসেন কুমিল্লা বিভাগীয় সংবাদদাতা:- কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী ও তার ৩৩ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের।নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে, নিহত কৃষক অযিউল্লাহর মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, নিহত অযিউল্লাহর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে লক্ষণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী ও সাত সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা করা হয়। মামলার স্বার্থে বাকী আসামিদের নাম উল্লেখ করা যাচ্ছে না।

তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়। সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয় বলে অভিযোগ করেন অযিউল্লাহ। এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য মড়হ পশ্চিম পাড়ায় লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এ সময় অযিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান।

চেয়ারম্যান তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অযিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতেই তাকে বেদম মারধর করা হয়।আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ সময় তার বাড়ী ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।