Search
Close this search box.

টেকনাফ এ বিশেষ অভিযানে ৬৮৫ ক্যান, ১৩২ বোতল হুইস্কি সহ ১জন গ্রেফতার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টীম আজ বুধবার ৯ ফেব্রুয়ারী সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ডেইলপাড়ার জনৈক এজাহার মিয়ার বসত বাড়ীতে অভিযান চালানো হয়।

এসময় বাড়ীর ভিতর খাটের নিচে মজুদ করা বিদেশী মাদক দ্রব্য গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ডায়া ব্লো ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান,উদ্ধার করা হয়।মাদক কারবারী বেলাল উদ্দিন (২৮), পিতা-এজাহার মিয়া, মাতা রহিমা খাতুন, ৫ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা টেকনাফ জেলা-কক্সবাজার পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় হেলাল উদ্দিন (৩২), পিতা-এজাহার মিয়া, মাতা রহিমা খাতুন, ৫ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা টেকনাফ জেলা-কক্সবাজারকে।

এরা দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসায় জড়ওত ছিল বলে জানা যায়।এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।