ইভিএম নিয়ে সরকারের কথা বলার সুযোগ নেই: নির্বাচন কমিশনার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

এছাড়াও মোহাম্মদ আলমগীর বলেন, এখনও পর্যন্ত ইভিএম নিয়ে কোন আলোচনা হয়নি। ইভিএমে ১০০ থেকে ১২০ আসনে ভোট করা সম্ভব। তবে নতুন করে ইভিএম কেনা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়নি।নির্বাচন কমিশনার বলেন, কত আসনে ইভিএম এ ভোট হবে সেটা আরো পরের বিষয়। তার আগে মানুষের আস্থায় আনা জরুরী। বর্তমানে ইভিএমের প্রতি কীভাবে আস্থা ফেরানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন।এছাড়াও, খুব শিগগিরই ইভিএম পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের ডাকা হবে। আস্থার সংকট দূর হলেই ইভিএম এর সক্ষমতার সৎ ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লিখিতভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে। যেখানে থাকবে নির্বাচনের কর্মপদ্ধতি। ২০২৩ সালের জুনের পরে বা সেপ্টেম্বরের আগেই সবার সঙ্গে আলোচনা করে রোডম্যাপটি তৈরি করা হবে।