জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে সবজির দাম, চড়া মাছের বাজার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর কাচাবাজারে।

সবজির দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় অনেক কম সবজির ট্রাক ঢুকেছে কারওয়ান বাজারে। ফলে দাম বেড়েছে প্রায় সব সবজির।কারওয়ান বাজারে আজ পাইকারিতে মানভেদে বাঁধাকপি ও ফুলকপির দাম ছিল ৩০ থেকে ৫০ টাকা।

বিক্রেতারা জানান, বেগুন, মুলা,করলা, লাউসহ প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। পরিবহন সংকট সরবরাহ কমলে দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কার কথাও জানান বিক্রেতারা।

এদিকে, পরিবহন ব্যয় বাড়লেও দামে এখনো তেমন প্রভাব পড়েনি পেঁয়াজ, আদা, রসুন, আলুর। কারওয়ান বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৯ টাকা কেজি। আর দেশি পেঁয়াজ মানভেদে পাওয়া যাচ্ছে ৪৮ থেকে ৫৬ টাকায়।

পাইকারিতে চীনা আদা ৯০ থেকে ৯২ এবং চীনা রসুন ৯৬ থেকে ৯৮ আর দেশি রসুন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।আর বাজারে শীতের নতুন সবজির চাহিদা থাকায় দাম একটু বেশি। সপ্তাহের ব্যবধানে দামে খুব একটা হেরফের না হলেও সব ধরনের মাছও বিক্রি হচ্ছে চড়া দামে।