দৌলতপুরে নাশকতার মামলায় বিএনপি’র ৫ নেতাকর্মী আটকসহ অজ্ঞাত ৯০জন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতে নাশকতা মামলায় ৫জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে সকালে টুটুল নামে আরো একজনকে আটক করে। টুটুল বিএনপি’র অস্ত্র সরবরাহকারী বলে অধিক পরিচিত। সেসময় অবিস্ফোরিত অবস্থায় ৫টি হাতবোমা, ২৩টি বাঁশের লাঠি, ১২টি লোহার রড, ২টি শাবল, ২বস্তা ইটের খোয়া, গাছ কাটার জন্য একটি করাত উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রিফায়েতপুর গ্রামের মৃত হবিবর এর ছেলে রিপন সরকার (৪৫), মিরের পাড়া গ্রামের মোয়াজ্জেম এর ছেলে আজিজুল ইসলাম (৩৭), রিফাইতপুর গ্রামের মৃত নুর ইসলাম এর ছেলে মিঠু (৩২), তেকালা গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে রাশেদুল ইসলাম (৪৫) এবং গোবরগাড়া গ্রামের কেরু মোল্লার ছেলে টুটুল হোসেন (৩২)।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাশকতার উদ্দেশ্যে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি জামায়াত নেতা-কর্মীরা জড়ো হয়েছে। সেসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ডিসেম্বর সকালে আরেকজনকে আটক করি। এ ঘটনায় ৫টি হাতবোমা সহ নাশকতার সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আটককৃত ৫বিএনপি নেতাকর্মীসহ ৩৪জনের নাম উল্লেখ করে আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত নামা আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে মামলা নং- ২৮, পরে পুলিশি পাহারায় আটককৃতদের বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আদালতে প্রেরণ করে দৌলতপুর থানা পুলিশ।