নিত্যপণ্যের পর এবার ভারতে বাড়ছে মোবাইল ফোনে কথা বলার খরচ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- রান্নার গ্যাস, তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পর এবার ভারতে বাড়ছে মোবাইল ফোনে কথা বলার খরচও।

দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মোবাইল অপারেটর এয়ারটেলের কথা বলা ও ইন্টারনেট ডাটা পরিষেবার বিভিন্ন প্রিপেইড মাসুল শুক্রবার থেকে বাড়বে। এতে প্রায় একমাসের কথা বলার ন্যূনতম মাসুল ২৫ শতাংশ বেড়ে ৭৯ টাকা থেকে ৯৯ টাকা হচ্ছে। অন্যান্য মাসুল হার বাড়ছে ২০ থেকে ২১ শতাংশ। তবে ভোডাফোন, আইডিয়া ও রিলায়্যান্স জিয়ো তাদের মাসুল বাড়াবে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জে পি মরগ্যান, ব্যাঙ্ক অব আমেরিকার মতো উপদেষ্টা সংস্থাগুলো জানিয়েছে, একই সিদ্ধান্ত নিতে পারে বাকি অপারেটরগুলোও। বেশিরভাগ সাধারণ মানুষই প্রিপেইড সংযোগ ব্যবহার করায় এই সিদ্ধান্তে তাদের ভোগান্তি বাড়বে। তবে এয়ারটেলের দাবি, সেবার মান উন্নয়ন করে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতেই এই সিদ্ধান্ত।