বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে ২শ ৪০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক// বিশ্বের দরিদ্রতম দেশের জন্য করোনার টিকা নিশ্চিত করা ও বিতরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে ২শ ৪০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।জাপান আয়োজিত এক ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এই তহবিলের প্রতিশ্রুতি পাওয়া গেছে। বৈঠকে জাপান একাই ৮০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই কর্মসূচিতে কানাডা, ফ্রান্স, স্পেন ও সুইডেনের পক্ষ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কোভ্যাক্স প্রথম থেকে এ পর্যন্ত ৯শ ৬০ কোটি ডলার তুলতে পেরেছে। এই কর্মসূচির অধীনে এরইমধ্যে ১২৭টি দেশে ৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে।বেলজিয়াম, ডেনমার্ক, জাপান, স্পেন এবং সুইডেন এই পাঁচটি দেশ মিলে দরিদ্রতম দেশের জন্য ৫৪ মিলিয়ন ডোজ করোনার টিকা নিশ্চিত করার একটি পরিকল্পনা হাতে নেয়ার কথাও জানিয়েছে।আন্তর্জাতিকডেস্কডিবিসি নিউজপ্রকাশিতঃ ৪ঠা জুন, ২০২১ সর্বশেষআরও পড়ুনDBC Newsডিবিসি নিউজ, একটি বাংলাদেশি উপগ্রহ ভিত্তিক ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার টেলিভিশন সংবাদ চ্যানেল। ২০১৬ সালে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে