Search
Close this search box.

হিমাচল প্রদেশে ভূমিধসে বন্ধ মহাসড়ক, বহু হতাহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- সংস্কারের পর চালু হওয়ার ২ দিনের মাথায় আবারও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে হিমাচলের সোলান জেলায় শিমলা-কালকা মহাসড়ক। এ ঘটনায় হতাহত হয়েছে বেশ কয়েকজন।

খবর হিন্দুস্তান টাইমসের।কর্তৃপক্ষ জানায়, নতুন করে থাম্বু মড এবং চাক্কি মড অঞ্চলের সড়কে ধস নামে। গত সপ্তাহে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল মহাসড়কটি। দু’দিন আগে আবার চালু হয়েছিল গাড়ি চলাচল। কিন্তু ভূমিকম্পের কারণে আবারও ধসে পড়ে সড়কটি।

বুধবার (৯ আগস্ট) ৩ দশমিক ৪ মাত্রার কম্পন অনূভুত হয় রাজ্যটিতে। তারা জানায়, পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে মাটির গঠন। ফলে ভূমিকম্পের সাথে সাথে ধস নামে সড়কটির ওপর।উল্লেখ্য, গত দেড় মাস ধরে টানা বৃষ্টি আর বন্যায় নাকাল হিমাচল প্রদেশ। আহত হয়েছেন প্রায় ৩শ মানুষ।

প্রবল বৃষ্টিপাতের জেরে ধসে গেছে আটশ’র বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৮ হাজার স্থাপনা। এ নিয়ে চলতি মৌসুমে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২২৩ জনে দাঁড়িয়েছে।