Search
Close this search box.

যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে কারা আগুন ও হরতাল দিচ্ছে: সিইসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাংলাদেশে নির্বাচন সবসময়ই উৎসবমুখর। তবে এবার একটি বিরোধী দলের কারণে কিছুটা সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিট দ্য প্রেসে তিনি মন্তব্য করেন।

সিইসি বলেন, নির্বাচনের স্বচ্ছতা জনগণের কাছে তুলে ধরা হলে গ্রহণযোগ্যতা আসতে পারে। ভোটাররা সহিংসতার বিষয়ে অবগত রয়েছে। এটি চলতে থাকলে ভোটারদের মধ্যেও প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

নির্বাচনে মার্কিন ভিসানীতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চায়, ইসি তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তবে যারা ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের বিপক্ষে। আমেরিকাকে বুঝতে হবে কারা আগুন অথবা হরতাল দিচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইসি। ভিসানীতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন বলেও জানান।

এ সময় ভোটের পরিবেশ দেখতে সবাইকে পোলিং স্টেশনে যাওয়ার আহ্বান জানান। এছাড়া সকল প্রার্থীকে কেন্দ্রে এজেন্ট দেয়ারও আহ্বান জানান তিনি।