ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৭টার সময় উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয় ।
আটক সুপ্রদীপ হালদার (২১) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে ।৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, তাদের কাছে তথ্য ছিল, কিছু ভারতীয় নাগরিক ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে।
পরে তারা সীমান্ত এলাকা স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান করেন। সেসময় একটি গোলাপ ফুলের বাগানে লুকিয়ে ছিল ভারতীয় ওই নাগরিক।তিনি জানান, তাকে আটকের পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।