Search
Close this search box.

বেরিয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ক্ষয়ক্ষতি, জোরদার নিরাপত্তা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা।

বাড়ানো হয়েছে টহল-তল্লাশিও।অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা। আম গাছ’সহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউণ্ড গ্রেনেড ছোঁড়ে বিএসএফ। এতে আহত হন ৫ বাংলাদেশি কৃষক। পদ্মা পাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হটে বিএসএসফ’সহ ভারতীয়রা।পরবর্তীতে, পতাকা বৈঠকে বসে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের দু’পাশেই মোতায়েন করা হয় বিজিবি-বিএসএফ’র অতিরিক্ত সদস্য।