Search
Close this search box.

নতুন দুই বিভাগের প্রস্তাব করা হচ্ছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আগামীকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ জামা দেওয়া হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ কথা জানান। কমিশন প্রধান জানান, কাল জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। বিকেন্দ্রীকরণের জন্য দেশে চারটি প্রদেশ করা, প্রশাসন এবং অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ করে কোটা, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা এবং পুলিশ ভেরিফিকেশন সহজ করাসহ একগুচ্ছ সুপারিশ জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আবদুল মুয়ীদ চৌধুরী জানান, জনপ্রশাসন সংস্কারে ১০০’র উপরে সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টার কাছে উল্লিখিত দুই কমিশনের সম্ভাব্য আরও সুপারিশের মধ্যে রয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক বাণিজ্যের বিষয় ঢাকায় রেখে বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগকে প্রদেশ করা। এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং বাকি ২৫ ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশন গঠন, চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে পরিচয়-ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই প্রথা উঠিয়ে দেওয়াসহ প্রতি জেলায় একজন তথ্য কর্মকর্তা রাখা।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী আরও বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল।তিনি বলেন, জনপ্রশাসন একটি বিশাল ব্যাপার। তাই এর সংস্কারে সুপারিশও বেশি করা হয়েছে। সুপারিশগুলো জমা দেওয়ার পর এগুলো নিয়ে পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই গুরুত্ব দেয় রাষ্ট্র সংস্কারে। অক্টোবরের শুরুতেই গঠন করে ছয় সংস্কার কমিশন। গত ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল।