তৌহিদ আহমেদ টিটু:-মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসী সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর বাঙালিদের গৌরবের আত্মপ্রকাশের দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল সবুজের পতাকা। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এ দিনে আমরা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সক্ষম হই। এ সময়, বিজয় দিবসের এই শুভক্ষণে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, স্বাধীনতার লক্ষ্যে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, সেই সকল নাম না জানা শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই লক্ষ্য পূরণে আজও আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। একতাবদ্ধ প্রত্যয়ে আমরা অবশ্যই মূল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস।
কিন্তু বর্তমান কর্তৃত্ববাদী শক্তি আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে এক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং আন্দোলনকে নস্যাৎ করতে বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছিল।মির্জা ফখরুল আরও বলেন, গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার সম্মিলিত শক্তিতে অবশেষে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এখন আমাদের ধারাবাহিক আন্দোলন ও সম্মিলিত শক্তি দিয়ে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে এগিয়ে আসতে হবে।
এ সময়, বিজয় দিবসের এই শুভক্ষণে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





