Search
Close this search box.

কুষ্টিয়ার খোকসা পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন আওয়ামীলীগ প্রার্থী তারিকুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া :- কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আবারও আওয়ামীলীগের প্রার্থী তারিকুল ইসলাম আবারো পৌর মেয়র হিসেবে নির্বাচিত হলেন।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার সময় বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। নৌকার প্রার্থী তারিকুল পেয়েছেন ৯ হাজার ৩শ ৭২ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাফিজ আহম্মেদ খান রাজু পেয়েছেন ১ হাজার ৫শ ৮৩ ভোট।

৯টি ভোট কেন্দ্রে ছোট এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯শ ৪০। সোমবার সকাল আটটায় শুরু হওয়া এ নির্বাচনে কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে এ নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেলেও অনেকেই ইভিএম-এ ভোট দেওয়ার পরই ভালো-মন্দের কথা জানিয়েছেন।

কেউ বলছে সহজ কেউ বলছেন কঠিন। আবার অনেকেই বলছে এই যন্ত্রের ওপর আস্থা আনতে সময় লাগবে বলেও জানান তারা।

সকাল থেকে শেষ অবদি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। তবে বিএনপি প্রার্থীর এজেন্ট তুলনামুলক কম ছিল। বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এ নির্বাচনে অনিয়মের অভিযোগও ছিল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন,ভোটের নিরাপত্ত্বায় কেন্দ্রগুলোতে পুলিশ আর আনছারের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল ছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করেছে। দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের ৩ পদে ১০ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেন এ নির্বাচনে।