কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি ৯৯টি স্বর্ণের বারসহ ইব্রাহিম খলিল নামে ১ চোরাকারবারী কে আটক করেছে বিজিবি।
আটক চোরাকারবারীর বাড়ি ঝিনাইদহে। আজ সকালে মহেশপুরের মাটিলা বিওপির জলুলী গ্রাম থেকে মোটরসাইকেল সহ তাকে গ্রেফতার করে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের একটি টহল দল।বিজিবি জানায়, চোরাচালান বিরোধী অভিযানের সময় এক বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল টিম জানতে পারে সীমান্তের জলুলী গ্রামের করিমমোড় বটতলা এলাকা দিয়ে এক মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছে।
তাকে টহলটিম চ্যালেঞ্জ করে মোটরসাইকেলে একটি বাজার করা ব্যাগ পায়। সেটি তল্লাসী করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯৯টি স্বর্ণের বার পায়, যার ওজন ১২ কেজি ৫শ৩০ গ্রাম।জিজ্ঞাসাবাদে চোরাকারবারী ইব্রাহিম খলিল জানায়, স্বর্ণের বারগুলি তার বোন-জামাই মোস্তফা দিয়ে বলেছে মোস্তফার বাড়িতে পৌছে দিতে। মোস্তফার বাড়িও ঝিনাইদহে ।
স্বর্ণ চোরাকারবারী আটক ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।





