Search
Close this search box.

চতুর্থ দিনে ৫৩ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) চলমান আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। আর ১৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে ইসি। শুনানি শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।

আজ ৭০টি আপিলের শুনানি হয়। আগামীকাল বুধবার ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

এসব আপিল আবেদনের শুনানি শুরু হয় গত শনিবার থেকে। প্রথম দিনে ৫১ জন প্রার্থিতা ফিরে পান, পরদিন রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়, আর গতকাল সোমবার ৪১ জন প্রার্থিতা ফিরে পান।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।