Search
Close this search box.

মিরপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সুলতানা শিরীন ঢাকা:- রাজধানীর মিরপুরে একটি খাল থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মরদেহটি দেখে দুপুরে স্থানীয়রা পল্লবী থানাকে খবর দিলে পল্লবী থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক টিমও ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, চেহারা ও আঙ্গুলের ছাপে মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ, ভিসেরাসহ বেশকিছু পরীক্ষার জন্য মরদেহ থেকে স্যাম্পল নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।