Search
Close this search box.

রাশিয়ার জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ// রাশিয়ায় একটি জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার এমন দাবি করেছে ক্রেমলিন। সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেল-গোরোদে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন সেখানকার গর্ভনর। তেল ডিপোতে হামলার পর সেখানকার আটটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। এ ঘটনা সত্য হলে এটিই হবে রাশিয়ার ভুখণ্ডে ইউক্রেনের প্রথম হামলা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানায়, এ হামলা যুদ্ধ বন্ধে ইউক্রেনের সাথে রাশিয়ার আলোচনায় প্রভাব ফেলবে।

পেসকভের মতে, হামলার কারণে ইউক্রেনের সাথে আলোচনার অনুকূল পরিস্থিতি বজায় থাকবেনা। এদিকে ইউক্রেন এখনও হামলার দ্বায় স্বীকার করেনি। এমনকি এ বিষয়ে মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে, ২৯ মার্চ বেলগোরোদের কাছে একটি গোলাবারুদ ডিপোতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।