Search
Close this search box.

চুয়াডাঙ্গায় মাটি ভর্তি ট্রাক্টর উল্টে একজন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জহুরুল ইসলাম তাঁরা চুয়াডাঙ্গা// চুয়াডাঙ্গার জীবননগরে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাসান আলী (১৩) নামের ট্রাক্টর চালকের সহকারী নিহত হয়েছেন।

নিহত ট্রাক্টরের সহকারি হাসান আলী

সোমবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক্টরের সহকারি হাসান আলী একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আজ সকালে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি ভর্তি করে ভিভিএম ইটভাটায় নিচ্ছিল সম্রাট পরিবহন নামে একটি ট্রাক্টর। এসময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত ইটভাটা সংলগ্ন আমবাগানের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সহকারী হাসান।

জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান জানান, ট্রাক্টরটি চালাচ্ছিলেন সহকারী হাসান আলী। চালক ফারদিন হোসেন ট্রাক্টরের পাশে বসে ছিলেন। ঘটনার পর চালক ফারদিন পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।