কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// কূটনীতির ক্ষেত্রেও বাংলাদেশের মূলনীতি জাতীয় স্বার্থ। ভূরাজনৈতিক কৌশল হিসেবে ভারত এবং চীন দুদেশের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ।
ওয়াশিংটনে এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।স্থানীয় সময় সকালে ইউএসআইপি আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, ডিজিটাল সিকিওরিটি অ্যাক্ট, র্যাবের প্রতি নিষেধাজ্ঞা সহ নানান বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, ভূরাজনৈতিক ভাবে বাংলাদেশ চীন, ভারত দুই প্রতিবেশী দেশের সাথেই ভালো এবং কৌশলের সম্পর্ক বজায় রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নানা ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। তবে কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের মূলনীতি হলো জাতীয় স্বার্থকে প্রধান্য দেয়া। হিসেবে ভারত এবং চীন দুদেশের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ।
মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বাণিজ্য, তৈরি পোশাকখাত, আবকাঠামোসহ নানান ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি’।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একই মূল্যবোধ , গণতন্ত্র মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাসী। বর্তমানে আমাদের ট্রেড শুধুমাত্র একটি পণ্যের উপর নির্ভরশীল।
আমরা এটিকে বৈচিত্রময় করতে চাই। আমরা চাই আমাদের পণ্যগুলো অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ুক’।এছাড়াও সারাদিন নানা অনুষ্ঠানে অংশ নেন তিনি।পরে বৈঠক করেন সিনেট নেতা চাক সুমারের সাথে। স্থানীয় এক হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে অংশ নেন।
সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈশভোজে অংশ নেবার আগে সারাদিনের কাজ সম্পর্কে জানান পররাষ্ট্র মন্ত্রী।





