Search
Close this search box.

বনানীতে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। তবে এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে বনানীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পানির গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায় ঘটনাস্থলে। মাইক্রোবাসটি যানজটে আটকা ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,তারা বনানী-কাকলী রেলস্টেশনের সামনে মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এসময় বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, হঠাৎ করে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুন লাগে। আগুনের পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়